Thursday, December 3, 2015

ভারতীয় ক্রিকেটের ইতিহাসের যদি কোনো বই-রূপ দেয়া হয়, তবে তাতে 'বিরেন্দর শেহওয়াগ' নামে একটি অধ্যায় না থেকে পারেই না। সেই অধ্যায়টা শেষ হয়ে গেলো আজ। ১৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বেশ কিছুদিন আগে বিদায় ঘোষণা করেছিলেন শেহওয়াগ। বোর্ডের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিকতা তবুও বাকি ছিলো। সেই বাকিটুকুও শেষ হয়ে গেলো আজ।
sehwag finally retires from cricket
ভারত- দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ টেস্ট শুরুর দিন দিল্লিতে ভারতীয় বোর্ডের পক্ষ বিদায়ী সম্মাননা দেয়া হয়েছে শেহওয়াগকে।
কিছু দিন ধরেই গুঞ্জন চলছিলো- শেহওয়াগ কি এভাবেই নীরবে-নিভৃতে হারিয়ে যাবেন? এ নিয়ে ভক্তদের মধ্যে চাপা বিরহও ভর করেছিলো। সেই বিরহের বিষাদি বাতাস নিশ্চয় হাওয়া দিয়েছিলো বিসিসিআইয়েও। এ কারণেই হয়তো শেষ আনুষ্ঠানিকতাটা গুরুত্ব দিয়েই সারলো তারা।
সেই গুরুত্বটা অবশ্য খুব বেশি নয়; বোর্ডের পক্ষ থেকে সচিব অনুরাগ ঠাকুর শেহওয়াগের হাতে তুলে দিয়েছে ছোট একটা ট্রফি। সঙ্গে তাকে সুযোগ দেয়া হয়েছে বিদায়ী ভাষণ দেয়ার ছোট একটা উপলক্ষ্য। সেটাই বা কম কী!
বিদায়ী ভাষণে নিজের তিন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় ও অনিল কুম্বলেকে ধন্যবাদ জানিয়েছেন শেহওয়াগ। তাদের দেয়া পরামর্শ অনুসরণ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। তবে ছয় বছর যার অধিনায়কত্বে খেলেছেন, যার অধিনায়কত্ব জিতেছেন ২০১১ সালের বিশ্বকাপ; সেই ধোনিকে একবারের জন্যও স্মরণ করেননি শেহওয়াগ। চেপে রাখটা ক্ষোভটা চুপচাপ প্রকাশ করে দিয়েছেন 'বীরু'।
বিরেন্দর শেহওয়াগের আন্তর্জাতিক ক্যারিয়ার
ফরম্যাটম্যাচরানসর্বোচ্চসেঞ্চুরিহাফ সেঞ্চুরি
টেস্ট১০৪৮৫৮৬৩১৯২৩৩২
ওয়ানডে২৫১৮২৭৩২১৯১৫৩৮
টি-টোয়েন্টি১৯৩৯৪৬৮

 

No comments:

Post a Comment