Monday, November 30, 2015

ফেসবুকে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হচ্ছে

ফেসবুক অ্যাকাউন্ট খুলতে ন্যাশনাল আইডি (জাতীয় পরিচয়পত্র) বাধ্যতামূলক করা হচ্ছে। কেউ চাইলে আর প্রচলিত সনাতন নিয়মে ফেসবুক খুলতে পারবেন না। সোমবার ‘১১তম সরকারি ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক আইডেন্টিটি ২০১৫’ আয়োজন সম্পর্কে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
Facebook (1)
পলক বলেন, ভুয়া অ্যাকাউন্টধারীদের শনাক্ত করা এবং নতুন করে ভুয়া অ্যাকাউন্ট খোলা ঠেকানো যাবে বলে মনে করা হচ্ছে। ‘স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড প্রকল্প চালু হলে ফেসবুকের কাছে ইমেইল আইডির সঙ্গে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশনের জন্য নতুন অপশন যোগ করার জন্য আমরা ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি লিখব। স্মার্টকার্ডে ইলেকট্রনিক চিপস থাকবে। ম্যানুয়াল কার্ড এন্ট্রিগুলো বাদ দিয়ে সব জায়গায় ডিজিটাল কার্ডের ব্যবহার হবে। এক কার্ডে কীভাবে সব সুযোগ সুবিধা প্রদান করা যায়, তা নিয়ে আলোচনার লক্ষ্যে এবারের ফোরামের আয়োজন করা হয়েছে।’ ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট ঠেকানো গেলে দেশে নিরাপত্তা ব্যবস্থাও কার্যকরী হবে বলে উল্লেখ করেন পলক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম পর্যায়ে ৯ কোটি ৬২ লাখ লোককে স্মার্টকার্ড তুলে দেয়ার কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। তবে কবে নাগাদ সাধারণ মানুষের হাতে স্মার্টকার্ড পৌঁছাবে এ ব্যাপারে পরিষ্কার করে কিছু জানাননি আইসিটি প্রতিমন্ত্রী।
১ থেকে ২ ডিসেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে ১১তম সরকারি ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক আইডেন্টিটি ২০১৫ অনুষ্ঠিত হবে। দুইদিন ব্যাপী এ ফোরামে ১৫০ জন বিদেশি বিশেষজ্ঞ উপস্থিত থাকবে। ২৬টি বিদেশি ও ২টি দেশি প্রতিষ্ঠান ফোরামে অংশগ্রহণ করবে।
TNX BY MITHEN

Thursday, November 26, 2015

বগুড়ায় শিয়া মসজিদে নামাজে গুলি, মুয়াজ্জিন নিহত

Wednesday, November 25, 2015

বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্র ঘোষণা আইএস'র : দ্য হিন্দু
26-11-15

by bloger mithen

বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্র ঘোষণা আইএস'র : দ্য হিন্দু
বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা করল ইসলামিক স্টেট। তাদের নিজস্ব প্রোপাগান্ডা ম্যাগাজিন 'দাবিক' বাংলাদেশকে 'বেঙ্গল' উল্লেখ করে তারা জানায়, কৌশলগত কারণে বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করছে তারা।

দ্য হিন্দু পত্রিকা 'দাবিক' ম্যাগাজিনের বরতা দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে নতুন করে আক্রমণ এবং কার্যক্রম সম্প্রসারণের জন্য কাজ করছে আইএস নামক জঙ্গি সংগঠনটি। দাবিক ম্যাগাজিনে এই বিষয়ে একটি পূর্নাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানানো হয় দ্য হিন্দু'র প্রতিবেদনে।

'দাবিক' ম্যাগাজিনে 'দি রিভাইভাল অফ জিহাদ ইন বেঙ্গল' শীর্ষক এক প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে আইএস। এরই মধ্যে বেশ কিছু আক্রমণও চালানো হয়েছে। কিন্তু ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগ সরকার বিষয়টি স্বীকার করছে না। উল্টো তারা অন্য কারো ওপর বিষয়টির দায় চাপিয়ে দিচ্ছে।

বিএনপি-জামায়াত জোটকে ধর্মভ্রষ্ট জোট হিসেবে আখ্যায়িত করেছে আইএস। দাবিক ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, 'বাংলাদেশের এর আগে যেই সরকার ছিল, তারা মূলত ধর্মভ্রষ্ট একটি জোট। বিএনপি ও জামায়াত ইসলাম বোকার মত মনে করছে কয়েকজন ন্যায়নিষ্ঠ পণ্ডিত শহীদ হলে তৌহিদ, জিহাদ এবং খিলাফত প্রতিষ্ঠার পথ রুদ্ধ হয়ে যাবে।

এই প্রতিবেদনে বাংলাদেশের জামাতুল মুজাহিদিনকে কুরআন ও সুন্নাহ ভিত্তিক সত্য এক জিহাদি সংগঠন হিসেবে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, 'বেঙ্গলে খিলাফতের অধিনে থাকা কিছু যোদ্ধা ঢাকার গুলশানে চেজার তাভেল্লাকে হত্যা করে। এর কয়েকদিন বাদেই আরেকটি দল রংপুরে জাপানি এক নাগরিককে লক্ষ্য করে গুলি চালায়।'

এই হামলার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, 'ক্রুসেডে বিশ্বাসী জাতির লোকেরা যেন মুসলিম একটি দেশে অবাধে বিচরণ করতে না পারে এবং সর্বদা ভয়ে থাকে সে কারণেই পরপর এমন দু'টি আক্রমণ চালানো হয়।'

এই প্রতিবেদনে দাবি করা হয়, ইউরোপের কলোনি ভুক্ত দেশ হওয়ায় এবং হিন্দু সংস্কৃতির কারণে বাংলাদেশে 'শিরিক ও বেদাত' বেড়েছে। তাই সেখানে (বাংলাদেশে) ইসলামকে বলবৎ রাখতে আক্রমণ জারি রাখবে খিলাফাতের যোদ্ধারা। দ্য হিন্দু।
by mithen
বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বন্ধ রাখা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে সরকারের কাছে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। বাংলাদেশে বর্তমানে ফেসবুক, ভাইবার ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় সোশ্যাল যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রাখা হয়েছে।
legal notice for opening social media in bangladesh
অ্যাডভোকেট কুমার দেবুল দে ডাক ও টেলিযোগাযোগ সচিবকে উদ্দেশ্য করে নোটিশটি পাঠিয়েছেন। এতে তিনি বলেছেন, যদি ২৪ ঘণ্টার মধ্যে মিডিয়াগুলো খোলা না হয়, তবে কর্তৃপক্ষ আইনি জটিলতায় পড়বেন। উল্লেখ্য, ফেসবুকসহ তিনটি প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম গত ১৮ নভেম্বর বন্ধ করে দেয়া হয়।
দেবুল কুমার দে সংবাদ মাধ্যমকে বলেন, ‘ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ভাইবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন বন্ধ করে দিয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও মোবাইল অপারেটরদের মাধ্যমে এটা তারা করেছে।’
তিনি যোগ করেন, ‘এ কারণেই ফেসবুকসহ তিনটি মাধ্যম ১৮ নভেম্বর থেকে বন্ধ আছে।’
এই আইনজীবী সরকারের সিদ্ধান্তটিকে ‘খামখেয়ালি’ বলে উল্লেখ করেন। তিনি জানান, সরকারের এই সিদ্ধান্ত সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। একই সাথে তা সংবিধানের ৩৯ ধারার তথ্য অধিকার আইন, ২০০৯ এর পরিপন্থী।
নোটিশে দেবুল দে বলেন যে, এ ধরনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি বাধা।
ফেসবুকসহ উল্লেখিত মাধ্যমগুলো বন্ধ করার পর মোবাইল অপারেটরদের ইন্টারনেট ব্যবহার শতকারা ২২ ভাগ কমে গেছে। ঢাকা ভিত্তিক ইংরেজি পত্রিকা দ্যা ডেইলি স্টার এ বিষয়ে তিনটি বড় মোবাইল অপারেটরের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে।
 tnx by bloger mithen

Tuesday, November 24, 2015

ম্যারাডোনা বাংলাদেশে আসছেন আগামী বছরই

BY bloger MITHEN
মেরাডোনা
ডিয়েগো ম্যারাডোনা। এক নামেই গোটা বিশ্ব যাকে চেনে। ফুটবলের ক্ষুদে এক জাদুকর। ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছিলেন একক নৈপুণ্যে। সে কারণে নিজ দেশ আর্জেন্টিনায় তিনি ফুটবল ঈশ্বর। গোটা পৃথিবীতেও তার ভক্ত-সমর্থকের অভাব নেই। কে সেরা, পেলে না ম্যারাডোনা? এমন প্রশ্নে ভাগ হয়ে যায় গোটা বিশ্ব। চলে কথার তুবরি। বাকি থাকে না বাংলাদেশও। বিশ্বকাপের সময় আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকায় ছেয়ে যায় বাংলাদেশের প্রতিটি বাড়ির ছাদ। অথচ খ্যাতির মধ্য গগনে থাকা অবস্থায় বাংলাদেশ নামের একটি দেশ আছে, তা নাকি জানতেনই না ম্যারাডোনা। ১৯৯৪ বিশ্বকাপে মাদক গ্রহণের অভিযোগে ম্যারাডোনা যখন নিষিদ্ধ হলো, সেই দুঃখে বাংলাদেশের অনেক ম্যারাডোনা ভক্ত আত্মহত্যাই করতে গিয়েছিল, সবার হা হুতাশ ছিল হৃদয়স্পর্শী। সেই আবহ কি টের পেয়েছিলেন ম্যারাডোনা? পরে অবশ্য জেনেছিলেন। সেই ম্যারাডোনা বাংলাদেশে আসছেন আগামী বছরই (২০১৬ সালে)! কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এমনটি। ব্রিটেন ভিত্কিক ইউকে সকার লিগ প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলাদেশে হবে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ। যার প্রধান নাকি থাকবেন ম্যারাডোনা। মাঝে এমন খবর মিলিয়ে গিয়েছিল। তবে আবার তা পাকাপোক্ত হয়েই ফিরে এসেছে। আগামী বছরের নভেম্বরেই হবে এই ফুটবল লিগ। তবে লিগের প্রধান হিসাবে ম্যারাডোনা থাকছেন না। কিন্তু লিগের উদ্বোধনীতে তিনি আসবেন, তা প্রায় নিশ্চিত। মঙ্গলবার সকালে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের গুলশানের বাসায় ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আটটি দল নিয়ে আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজনে বাফুফের সঙ্গে এই ইউকে সকাল লিগ তো থাকছেই, সঙ্গে থাকছে ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি) ও বাংলাদেশের ব্যবসায়িক গোষ্ঠী সাইফ পাওয়ারটেক। ম্যারাডোনার আসার সম্ভাবনা কতটুকু। ঘুড়ে ফিরে আসছে সেই প্রশ্ন। ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের নির্বাহী পরিচালক ভাস্বর গোস্বামী আশার পারদ চড়া রেখেই বলেছেন, ‘ম্যারাডোনাকে বলা আছে। তাঁর কাছ থেকে আমরা লিখিতভাবে সময় চেয়ে রেখেছি। আশা করছি তাঁকে এই প্রতিযোগিতায় নিয়ে আসা যাবে।’ দেশের মৃতপ্রায় ফুটবলকে চাঙ্গা করতে এমন টুর্নামেন্টের বিকল্প নেই। এর উপরে যদি আনা যায় আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনাকে, তাহলেতো কথাই নেই। তার আগমে হয়তো জেগে উঠবে ফুটবল। যা হবে বাংলাদেশের ফুটবলের ইতিহাসে এক অনন্য দিক। কয়েক বছর আগে ঢাকা ঘুড়ে গেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এবার আসার অপেক্ষায় আরেক ফুটবল নক্ষত্র ডিয়েগো ম্যারাডোনা। আহা, কী রোমাঞ্চ। খালি চোখে ম্যারাডোনাক দেখার অপেক্ষায় থাকুন সবাই!

Li-Fi Tested For 1st Time In Real World And It’s 100 Times Faster Than Wi-Fi

wi-fi-li-fiShort Bytes: Crossing the boundaries of research compounds, Li-Fi, the super-fast Wi-Fi alternative, has just been tested in real life. The tests have produced impressive results with 100 times more speeds than the current average Wi-Fi speeds.

now genaration for li-fi but we do,nt know when get,s our country.
we expect that we ll get soon,
and updated our internet system
tnx
by mithen

jan oh baby


version 2 of jan oh baby









six four out of six ball


দিলসানের ৬ বলে ৬ চার মারার হাইলাইটস







Monday, November 23, 2015

BPL War

sports

বিপিএলে ‘গালি-গালাজের’ শিকার তামিম

tamim1448289721
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে এসে ‘গালি-গালাজের’ শিকার হয়েছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল খান। তামিম ইকবালের পরিবার নিয়ে বাজে কথা ও গালিগালাজ করেছেন সিলেট সুপারস্টার্সের কর্ণধার ও আলিফ গ্রুপের চেয়ারম্যান আজিজুল ইসলাম। সোমবার সিলেট সুপারস্টার্সের দুই বিদেশী ক্রিকেটারকে নিয়ে বিতর্ক শুরু হয়। অনাপত্তিপত্র টসের আগে না থাকায় জশুয়া কব ও রবি বোপারার নাম দলটির টিম লিস্টে দেয়নি ম্যানেজম্যান্ট। কিন্তু টস হওয়ার পর এ দুই বিদেশী ক্রিকেটারকে মাঠে নামিয়ে দেয় সিলেট। ব্যাটিংয়ে নেমে চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল লিস্টের বাইরের দুই ক্রিকেটারকে দেখে ব্যাটিং করতে আপত্তি করেন। মাঠের বাইরে চলে গিয়ে ম্যাচ রেফারী ও আম্পায়ারদের সঙ্গে কথা বলেন। এ সময়ে সিলেট সুপারস্টার্সের কর্ণধার আজিজুল ইসলাম তামিমের সঙ্গে কথা বলতে গিয়ে গালি-গালাজ ও পরিবার নিয়ে বাজে কথা বলেন। বিষয়টি নিয়ে তামিম নিজেও খুব লজ্জিত। জাতীয় দলের একজন ক্রিকেটারকে এভাবে মাঠে সবার সামনে অপদস্ত হতে হবে সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে তার। দেশসেরা এ ওপেনারের আশা বিসিবির ডিসিপ্লিনারি কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিল বিষয়টি নিয়ে তদন্ত করবেন। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে এক রানে জয় পাওয়ার পর সংবাদ সম্মেলনে এসে তামিম ইকবাল বলেন,‘‘একটা জিনিস আমি সবাইকে বলতে চাই, বিপিএল জাতীয় দলের ক্রিকেটারদের সম্মান করা উচিত। বিপিএলের পয়সা আছে তার মানে এই না যে জাতীয় দলের একজন খেলোয়াড়ের সঙ্গে ভিক্ষুকের মত আচরণ করবে। বিপিএলের জাতীয় দলের খেলোয়াড়দের সম্মান প্রদর্শন করা উচিত। আমি এখানে খেলতে এসেছি। আমার মা-বাবা, আমার পরিবারের ব্যাপারে গালি শুনতে আসিনি।’ সিলেট সুপারস্টার্সের মালিক আজিজুল ইসলাম সম্পর্কে তামিম ইকবাল বলেন, ‘আমি ওই মানুষটার প্রতি যথেষ্ট সম্মান দেখিয়ে তাকে ‘স্যার’ বলে সম্বোধন করেছিলাম। তাকে ‘স্যার’, ‘স্যার’, ‘স্যার’ বলেছিও কয়েকবার। সে আমাকে বলেছিল দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে। আমি সেই কাজটিও করেছি। এরপর সে আমার পরিবার নিয়ে খুব বাজে মন্তব্য করে যেটা খুব অপ্রীতিকর। আমি তাকে যেভাবে সম্মান করেছি তার থেকে বেশি সম্মান আমি তাকে প্রদর্শন করতে পারিনা। ওই মানুষই যদি আমাকে আমার বাবা-মা নিয়ে খারাপ কথা বলে তাহলে কিন্তু আমি যা ইচ্ছে তাই করতে পারি।’ অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ে তামিম ইকবালও অভিমান করে মাঠে ‘চিৎকার-চেঁচামেচি’ করে ব্যাট-প্যাড ছুঁড়ে নিজেদের ড্রেমিং রুমে ঢুকে যান।
0 Comments!
ami minhazul abein mithen....