Sunday, May 22, 2016

 এবার কি সবাই জামা কাপড়  খুলে ছবি তলে ফেসবুক এ দিবে ????


পিটিয়ে প্রধান শিক্ষকের জামা খুলে নিল আ'লীগ কর্মীরা
চট্টগ্রামে একটি স্কুলের প্রধান শিক্ষককে তার কক্ষ থেকে বের করে বেধড়ক মারধর ও লাঞ্ছিত করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

শনিবার দুপুরে চন্দনাইশ উপজেলার জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষকের নাম রহিম উদ্দিন।

উপজেলার বৈলতলি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির আহমদ ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক ভোটে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত না হওয়ার প্রতিশোধ নিতেই সভাপতি প্রার্থী আনোয়ার মোস্তফা দুলালের লোকজন এ হামলার ঘটনা ঘটায়।

পরে চন্দনাইশ থানা পুলিশ গিয়ে ওই প্রধান শিক্ষককে উদ্ধার করেন।

এ সময় সন্ত্রাসীরা প্রধান শিক্ষকের কার্যালয়ে ভাংচুর ও তাণ্ডব চালায়।

এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করেছেন আহত প্রধান শিক্ষক।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চন্দনাইশের বৈলতলী ইউনিয়নে অবস্থিত জাফরবাদ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৪ মে।

শনিবার পূর্ব নির্ধারিত তারিখে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষকের কার্যালয়ে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি হিসেবে আওয়ামী লীগ সমর্থিত নুরুল মোস্তফা ও আনোয়ার মোস্তফা দুলাল প্রতিদ্বন্দ্বিতা করেন।

ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত অপর ১১ সদস্যের ভোটে সভাপতি নির্বাচিত হওয়ার কথা। মাধ্যমিক স্কুল পরিদর্শক আবু কাওসারের উপস্থিতিতে অনুষ্ঠিত এ নির্বাচনে দেখা গেছে, নুরুল মোস্তফা পেয়েছেন ৮ ভোট। আর আনোয়ার মোস্তফা দুলাল পেয়েছেন মাত্র ৩ ভোট। দুপুর ১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

আনোয়ার মোস্তফা দুলাল বৈলতলী ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী। ২৮ মে এ ইউনিয়নের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র জানান, চেয়ারম্যান নির্বাচনের আগে স্কুল ব্যবস্থাপনা কমিটিতে পরাজিত হওয়ায় ক্ষুব্ধ হন মাত্র  ৩ ভোট পাওয়া আনোয়ার মোস্তফা দুলাল। তিনি স্কুলের প্রধান শিক্ষক রহিম উদ্দিনের কারণেই পরাজিত হয়েছেন বলে দাবি করেন।

এ সময় আনোয়ার মোস্তফা দুলালের অনুসারী স্থানীয় আওয়ামী লীগ ক্যাডার হিসেবে পরিচিত মো. আলীর নেতৃত্বে একদল নেতাকর্মী লাঠিসোটা নিয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে ভাংচুর শুরু করে।

একপর্যায়ে তারা প্রধান শিক্ষক রহিম উদ্দিনকে তার কার্যালয় থেকে শার্টের কলার চেপে ধরে বের করে এনে স্কুলের মাঠে মারধর করতে থাকে।

হামলার সময় বৈলতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  কবির আহমদ ও সাধারণ সম্পাদক আবুল হোসেন উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতেই সরকারি দলের নেতাকর্মীরা প্রধান শিক্ষককে মারধর করতে থাকে। হামলাকারীরা প্রধান শিক্ষকের পরনের শার্ট ও গেঞ্জি ছিঁড়ে ফেলে।

খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করেন।

পরে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিদা শারমিন স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের প্রতি সমবেদনা জানান এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

আক্রান্ত প্রধান শিক্ষক রহিম উদ্দিন সন্ধ্যায় যুগান্তরকে বলেন, 'ব্যবস্থাপনা কমিটির নির্বাচন প্রভাবিত করার অভিযোগ আনায় আমি নিজে সভাপতি নির্বাচনের ভোট দেয়া থেকে বিরত থাকি।'

'এর পরও আমাকে দায়ী করে আনোয়ার মোস্তফা দুলালের লোকজন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার উপস্থিতে আমাকে মারধর করে, লাঞ্ছিত করে। শত শত মানুষের সামনে আমাকে বেইজ্জত করে' বলেন তিনি।

এ ঘটনায় প্রধান শিক্ষক হামলায় সরাসরি অংশ নেয়া আওয়ামী লীগ ক্যাডার মোহাম্মদ আলীকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলেও জানান।

চন্দনাইশ থানার কর্তব্যরত কর্মকর্তা আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিষয়টি ওসি (তদন্ত) নজরুল ইসলামও জানেন। তিনি মামলা রেকর্ড করার নির্দেষ দিয়েসেন
-

Friday, March 25, 2016





প্রচণ্ড বিক্ষোভ
রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় তৌহিদি জনতার মিছিল এবং বিক্ষোভ।





Wednesday, March 23, 2016

আর কতোবার এমনটা হবে?!
স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভাঙানোর কোনো দরকার ছিলোনা৷ smile emoticon
স্বপ্ন ভাঙার কষ্ট অনেক বেশি৷
Better luck next time

bdcricteam.com's photo.

Tuesday, January 12, 2016


Jan. 12, 2016

Text

by bloger mithen
কিছু বলার নাই ্‌্‌  দেশ টা কোণ দিকে যাসছে

নৌবাহিনী স্কুল ও কলেজে শিক্ষার্থীদের বেতন বাড়ানোর প্রতিবাদে মঙ্গলবার চট্টগ্রাম ইপিজেড এলাকায় সড়ক অবরোধরত এক অভিভাবকের উপর চড়াও এক পুলিশ সদস্য। 

Sunday, December 20, 2015


published by bloger mithen

প্রথম দিনে বিদেশে ‘দিলওয়ালে’র ৩.৪ মিলিয়ন ডলার

প্রথম দিনে বিদেশে ‘দিলওয়ালে’র ৩.৪ মিলিয়ন ডলার
বিনোদন ডেস্ক : বাণিজ্যিক সাফল্যের দিকথেকে শুধু ভারতবর্ষেই নয়, শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে’ সাড়া ফেলেছে সাড়া পৃথিবী জুড়ে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট-এর পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম দিনেই আন্তর্জাতিক ব্যাবসার নিরিখে ‘দিলওয়ালে’ আয় করেছে ৩.৪ মিলিয়ন ডলার। ‘দিলওয়ালে’ সাড়া ফেলেছে সংযুক্ত আরব-আমিরাতের দেশগুলিতে। দুবাইতে স্টার ওয়ার্সও দেখানো হচ্ছে প্রেক্ষাগৃহগুলিতে। পাল্লা দিচ্ছে শাহরুখের ‘দিলওয়ালে’ও। ‘রেড চিলিজ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে ‘দিলওয়ালে’ দেখতে মানুষের ভিড় উপচে পড়ছে। উইকএন্ডে হাউসফুল সবকটি প্রেক্ষাগৃহ। একই অবস্থা ইউরোপ এবং আমেরিকাতেও। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে বক্স অফিসের তালিকায় সামনের সারিতে শাহরুখ-কাজলের দিলওয়ালে। ট্রেড অ্যানালিস্টদের ধারনা ‘দিলওয়ালে’-র বাণিজ্যিক সাফল্য ছাপিয়ে যাবে শাহরুখের অন্য সব ছবিগুলিকে। ইতিমধ্যেই ছবিটি সর্বকালের বাণিজ্যিক সাফল্যের নিরিখে বক্স অফিসে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে। 

Saturday, December 12, 2015

published by bloger mithen

কুমিল্লার ভাগ্য ভালো: সাকিব

Thursday, December 3, 2015

ANGLADESH PREMIER LEAGE news

Dec. 3, 2015

দিলশানের কলঙ্কের ম্যাচে কুমিল্লার জয়

published by bloger mithen 
৩ ডিসেম্বর, ২০১৫
 


দিলশানের কলঙ্কের ম্যাচে কুমিল্লার জয়
  published by     minhazul abedin mithen
 
চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচটি হলো রোমাঞ্চকর। শেষ ওভারে হলো মিমাংশা। চাপ জয় করে ২ বল হাতে রেখে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫ উইকেটে হারালো চিটাগাং ভাইকিংসকে। ৫ উইকেটে ১৩৬ রান করেছিল চিটাগাং। ৫ উইকেট হারিয়ে শেষ ওভারে তা জয় করলো কুমিল্লা। শোয়েব মালিক খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস। কিন্তু এই ম্যাচে সবচেয়ে আলোচিত হয়ে থাকলো চিটাগাংয়ের তিলকারত্নে দিলশানের অখোলোয়াড়সুলভ আচরণ। যার জন্য ৫ রান জরিমানা হয় তার দলের।
ঢাকায়ও চিটাগাংকে হারিয়েছিল কুমিল্লা। হারালো আবার। ৭ ম্যাচের ৫টি জিতে কুমিল্লার পয়েন্ট ১০। বরিশাল বুলসেরও ১০। তবে নেট রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে কুমিল্লা। আর ৮ ম্যাচে ষষ্ঠ হারে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে পড়লো চিটাগাং।  
দ্বিতীয় ওভারে মাঠে সৃষ্টি হয় বিতর্ক। তাসকিন আহমেদের এই ওভারের প্রথম বলে লিটন দাশ (৩) ক্যাচ দিয়ে ফিরেছেন। কিন্তু পঞ্চম বলে ইমরুল কভারের দিকে বল ঠেললেন। রান নিতে চাইলেন। শেহজাদ ফিরিয়ে দিলেন। ফিল্ডারের ছোড়া বল অন্য প্রান্তে গেলো। স্টাম্পের কাছে দাঁড়িয়ে ছিলেন তিলকারত্নে দিলশান। বল আবার ফিরে আসতে দেখে কোনাকুনি হয়ে গেলেন। তখন আবার শেহজাদকে রানের জন্য ছুটতে দেখে ইমরুল ঘুরে দৌড়াতে গেলেন। দিলশানের সঙ্গে ধাক্কা লাগলো। পড়ে গেলেন ইমরুল। শেহজাদ পৌঁছে গেছেন দুই ব্যাটসম্যান একই প্রান্তে। ইমরুল পড়ে আছেন। বল স্ট্রাইকিং এন্ডে গেল। স্টাম্প ভাঙ্গা হলো। চিটাগাংয়ের উল্লাস। ইমরুল প্রতিবাদ করলেন। থার্ড আম্পায়ারের কাছে গেল সিদ্ধান্ত। প্রায় ৫ মিনিট রিপ্লে দেখা হলো। তারপর ইচ্ছে করে ব্যাটসম্যানকে বাধা দেয়ার কারণে চিটাগাংয়ের ৫ রান জরিমানা হলো। দোষী হলেন দিলশান। আউট হলেন না কেউ।
এরপর ইমরুলের ব্যাটে বেশ ঝলক দেখা গেলো। শেহজাদকে এক প্রান্তে রেখে তিনিই রান করে গেলেন। ৫২ রান আসলো দ্বিতীয় উইকেটে। ২৮ বলে ৫ বাউন্ডারিতে ৩৫ রান করে বিদায় নিলেন ইমরুল। তাকে আউট করে দিলশানের উল্লাসটা ছিল দেখার মতো।  
শেহজাদের ৪১ বলে করা ৩৭ রান কাজে দিলো বটে, কিন্তু তার খেলা চোখের চাপ বাড়াচ্ছিল। ১৪তম ওভারে তাসকিনকে তিনটি বাউন্ডারি মারলেন। ওই ওভারে নিলেন ১৫ রান। এছাড়া তার ব্যাটিং সাবলীল ছিল না। স্বদেশী শোয়েব মালিকের সাথে ৩৯ রানের জুটি গড়ে আরেক দেশি বিলাওয়াল ভাটির বলে আউট হয়েছেন শেহজাদ। এরপর ১৭তম ওভারে মোহাম্মদ আমির আউট করেছেন দুই ব্যাটসম্যানকে। নাটক জমে ওঠে।
শেষ ১৮ বলে ২৪ রান দরকার কুমিল্লার। ১২ বলে দরকার ১৬। শোয়েব ও অলক কাপালি ব্যবধানটা কমিয়ে আনেন। শেষ ওভারে জিততে কুমিল্লার দরকার ৭ রান। প্রথম বলে বিলাওয়ালের নো, সাথে এক রান। চাপ ঝেড়ে ফেলে কুমিল্লা। শেষ বলে ১ লাগে। শোয়েব ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন। তিনি ২৩ বলে ৩৪ ও কাপালি ১০ রানের অপরাজিত থাকেন। শোয়েবই ম্যান অব দ্য ম্যাচ।
এর আগে টসে হেরে ব্যাট করা চিটাগাংকে খুব বড় রান করতে দেননি কুমিল্লার বোলাররা। ওপেনিং জুটিতে ৫১ রান আসে। তামিম ইকবাল ২৭ রান করে বিদায় নেন। এরপর ৩৯ রান আসে দিলশানের ব্যাট থেকে। তবে তাদের ইনিংসের সর্বোচ্চ রান এসেছে উমর আকমলের ব্যাট থেকে। পাকিস্তানী এই ব্যাটসম্যান ৩৪ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৯ রান করে অপরাজিত থাকেন।