Sunday, December 20, 2015


published by bloger mithen

প্রথম দিনে বিদেশে ‘দিলওয়ালে’র ৩.৪ মিলিয়ন ডলার

প্রথম দিনে বিদেশে ‘দিলওয়ালে’র ৩.৪ মিলিয়ন ডলার
বিনোদন ডেস্ক : বাণিজ্যিক সাফল্যের দিকথেকে শুধু ভারতবর্ষেই নয়, শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে’ সাড়া ফেলেছে সাড়া পৃথিবী জুড়ে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট-এর পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম দিনেই আন্তর্জাতিক ব্যাবসার নিরিখে ‘দিলওয়ালে’ আয় করেছে ৩.৪ মিলিয়ন ডলার। ‘দিলওয়ালে’ সাড়া ফেলেছে সংযুক্ত আরব-আমিরাতের দেশগুলিতে। দুবাইতে স্টার ওয়ার্সও দেখানো হচ্ছে প্রেক্ষাগৃহগুলিতে। পাল্লা দিচ্ছে শাহরুখের ‘দিলওয়ালে’ও। ‘রেড চিলিজ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে ‘দিলওয়ালে’ দেখতে মানুষের ভিড় উপচে পড়ছে। উইকএন্ডে হাউসফুল সবকটি প্রেক্ষাগৃহ। একই অবস্থা ইউরোপ এবং আমেরিকাতেও। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে বক্স অফিসের তালিকায় সামনের সারিতে শাহরুখ-কাজলের দিলওয়ালে। ট্রেড অ্যানালিস্টদের ধারনা ‘দিলওয়ালে’-র বাণিজ্যিক সাফল্য ছাপিয়ে যাবে শাহরুখের অন্য সব ছবিগুলিকে। ইতিমধ্যেই ছবিটি সর্বকালের বাণিজ্যিক সাফল্যের নিরিখে বক্স অফিসে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে। 

Saturday, December 12, 2015

published by bloger mithen

কুমিল্লার ভাগ্য ভালো: সাকিব

Thursday, December 3, 2015

ANGLADESH PREMIER LEAGE news

Dec. 3, 2015

দিলশানের কলঙ্কের ম্যাচে কুমিল্লার জয়

published by bloger mithen 
৩ ডিসেম্বর, ২০১৫
 


দিলশানের কলঙ্কের ম্যাচে কুমিল্লার জয়
  published by     minhazul abedin mithen
 
চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচটি হলো রোমাঞ্চকর। শেষ ওভারে হলো মিমাংশা। চাপ জয় করে ২ বল হাতে রেখে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫ উইকেটে হারালো চিটাগাং ভাইকিংসকে। ৫ উইকেটে ১৩৬ রান করেছিল চিটাগাং। ৫ উইকেট হারিয়ে শেষ ওভারে তা জয় করলো কুমিল্লা। শোয়েব মালিক খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস। কিন্তু এই ম্যাচে সবচেয়ে আলোচিত হয়ে থাকলো চিটাগাংয়ের তিলকারত্নে দিলশানের অখোলোয়াড়সুলভ আচরণ। যার জন্য ৫ রান জরিমানা হয় তার দলের।
ঢাকায়ও চিটাগাংকে হারিয়েছিল কুমিল্লা। হারালো আবার। ৭ ম্যাচের ৫টি জিতে কুমিল্লার পয়েন্ট ১০। বরিশাল বুলসেরও ১০। তবে নেট রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে কুমিল্লা। আর ৮ ম্যাচে ষষ্ঠ হারে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে পড়লো চিটাগাং।  
দ্বিতীয় ওভারে মাঠে সৃষ্টি হয় বিতর্ক। তাসকিন আহমেদের এই ওভারের প্রথম বলে লিটন দাশ (৩) ক্যাচ দিয়ে ফিরেছেন। কিন্তু পঞ্চম বলে ইমরুল কভারের দিকে বল ঠেললেন। রান নিতে চাইলেন। শেহজাদ ফিরিয়ে দিলেন। ফিল্ডারের ছোড়া বল অন্য প্রান্তে গেলো। স্টাম্পের কাছে দাঁড়িয়ে ছিলেন তিলকারত্নে দিলশান। বল আবার ফিরে আসতে দেখে কোনাকুনি হয়ে গেলেন। তখন আবার শেহজাদকে রানের জন্য ছুটতে দেখে ইমরুল ঘুরে দৌড়াতে গেলেন। দিলশানের সঙ্গে ধাক্কা লাগলো। পড়ে গেলেন ইমরুল। শেহজাদ পৌঁছে গেছেন দুই ব্যাটসম্যান একই প্রান্তে। ইমরুল পড়ে আছেন। বল স্ট্রাইকিং এন্ডে গেল। স্টাম্প ভাঙ্গা হলো। চিটাগাংয়ের উল্লাস। ইমরুল প্রতিবাদ করলেন। থার্ড আম্পায়ারের কাছে গেল সিদ্ধান্ত। প্রায় ৫ মিনিট রিপ্লে দেখা হলো। তারপর ইচ্ছে করে ব্যাটসম্যানকে বাধা দেয়ার কারণে চিটাগাংয়ের ৫ রান জরিমানা হলো। দোষী হলেন দিলশান। আউট হলেন না কেউ।
এরপর ইমরুলের ব্যাটে বেশ ঝলক দেখা গেলো। শেহজাদকে এক প্রান্তে রেখে তিনিই রান করে গেলেন। ৫২ রান আসলো দ্বিতীয় উইকেটে। ২৮ বলে ৫ বাউন্ডারিতে ৩৫ রান করে বিদায় নিলেন ইমরুল। তাকে আউট করে দিলশানের উল্লাসটা ছিল দেখার মতো।  
শেহজাদের ৪১ বলে করা ৩৭ রান কাজে দিলো বটে, কিন্তু তার খেলা চোখের চাপ বাড়াচ্ছিল। ১৪তম ওভারে তাসকিনকে তিনটি বাউন্ডারি মারলেন। ওই ওভারে নিলেন ১৫ রান। এছাড়া তার ব্যাটিং সাবলীল ছিল না। স্বদেশী শোয়েব মালিকের সাথে ৩৯ রানের জুটি গড়ে আরেক দেশি বিলাওয়াল ভাটির বলে আউট হয়েছেন শেহজাদ। এরপর ১৭তম ওভারে মোহাম্মদ আমির আউট করেছেন দুই ব্যাটসম্যানকে। নাটক জমে ওঠে।
শেষ ১৮ বলে ২৪ রান দরকার কুমিল্লার। ১২ বলে দরকার ১৬। শোয়েব ও অলক কাপালি ব্যবধানটা কমিয়ে আনেন। শেষ ওভারে জিততে কুমিল্লার দরকার ৭ রান। প্রথম বলে বিলাওয়ালের নো, সাথে এক রান। চাপ ঝেড়ে ফেলে কুমিল্লা। শেষ বলে ১ লাগে। শোয়েব ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন। তিনি ২৩ বলে ৩৪ ও কাপালি ১০ রানের অপরাজিত থাকেন। শোয়েবই ম্যান অব দ্য ম্যাচ।
এর আগে টসে হেরে ব্যাট করা চিটাগাংকে খুব বড় রান করতে দেননি কুমিল্লার বোলাররা। ওপেনিং জুটিতে ৫১ রান আসে। তামিম ইকবাল ২৭ রান করে বিদায় নেন। এরপর ৩৯ রান আসে দিলশানের ব্যাট থেকে। তবে তাদের ইনিংসের সর্বোচ্চ রান এসেছে উমর আকমলের ব্যাট থেকে। পাকিস্তানী এই ব্যাটসম্যান ৩৪ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৯ রান করে অপরাজিত থাকেন। 
ভারতীয় ক্রিকেটের ইতিহাসের যদি কোনো বই-রূপ দেয়া হয়, তবে তাতে 'বিরেন্দর শেহওয়াগ' নামে একটি অধ্যায় না থেকে পারেই না। সেই অধ্যায়টা শেষ হয়ে গেলো আজ। ১৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বেশ কিছুদিন আগে বিদায় ঘোষণা করেছিলেন শেহওয়াগ। বোর্ডের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিকতা তবুও বাকি ছিলো। সেই বাকিটুকুও শেষ হয়ে গেলো আজ।
sehwag finally retires from cricket
ভারত- দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ টেস্ট শুরুর দিন দিল্লিতে ভারতীয় বোর্ডের পক্ষ বিদায়ী সম্মাননা দেয়া হয়েছে শেহওয়াগকে।
কিছু দিন ধরেই গুঞ্জন চলছিলো- শেহওয়াগ কি এভাবেই নীরবে-নিভৃতে হারিয়ে যাবেন? এ নিয়ে ভক্তদের মধ্যে চাপা বিরহও ভর করেছিলো। সেই বিরহের বিষাদি বাতাস নিশ্চয় হাওয়া দিয়েছিলো বিসিসিআইয়েও। এ কারণেই হয়তো শেষ আনুষ্ঠানিকতাটা গুরুত্ব দিয়েই সারলো তারা।
সেই গুরুত্বটা অবশ্য খুব বেশি নয়; বোর্ডের পক্ষ থেকে সচিব অনুরাগ ঠাকুর শেহওয়াগের হাতে তুলে দিয়েছে ছোট একটা ট্রফি। সঙ্গে তাকে সুযোগ দেয়া হয়েছে বিদায়ী ভাষণ দেয়ার ছোট একটা উপলক্ষ্য। সেটাই বা কম কী!
বিদায়ী ভাষণে নিজের তিন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় ও অনিল কুম্বলেকে ধন্যবাদ জানিয়েছেন শেহওয়াগ। তাদের দেয়া পরামর্শ অনুসরণ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। তবে ছয় বছর যার অধিনায়কত্বে খেলেছেন, যার অধিনায়কত্ব জিতেছেন ২০১১ সালের বিশ্বকাপ; সেই ধোনিকে একবারের জন্যও স্মরণ করেননি শেহওয়াগ। চেপে রাখটা ক্ষোভটা চুপচাপ প্রকাশ করে দিয়েছেন 'বীরু'।
বিরেন্দর শেহওয়াগের আন্তর্জাতিক ক্যারিয়ার
ফরম্যাটম্যাচরানসর্বোচ্চসেঞ্চুরিহাফ সেঞ্চুরি
টেস্ট১০৪৮৫৮৬৩১৯২৩৩২
ওয়ানডে২৫১৮২৭৩২১৯১৫৩৮
টি-টোয়েন্টি১৯৩৯৪৬৮

 

Monday, November 30, 2015

ফেসবুকে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হচ্ছে

ফেসবুক অ্যাকাউন্ট খুলতে ন্যাশনাল আইডি (জাতীয় পরিচয়পত্র) বাধ্যতামূলক করা হচ্ছে। কেউ চাইলে আর প্রচলিত সনাতন নিয়মে ফেসবুক খুলতে পারবেন না। সোমবার ‘১১তম সরকারি ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক আইডেন্টিটি ২০১৫’ আয়োজন সম্পর্কে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
Facebook (1)
পলক বলেন, ভুয়া অ্যাকাউন্টধারীদের শনাক্ত করা এবং নতুন করে ভুয়া অ্যাকাউন্ট খোলা ঠেকানো যাবে বলে মনে করা হচ্ছে। ‘স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড প্রকল্প চালু হলে ফেসবুকের কাছে ইমেইল আইডির সঙ্গে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশনের জন্য নতুন অপশন যোগ করার জন্য আমরা ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি লিখব। স্মার্টকার্ডে ইলেকট্রনিক চিপস থাকবে। ম্যানুয়াল কার্ড এন্ট্রিগুলো বাদ দিয়ে সব জায়গায় ডিজিটাল কার্ডের ব্যবহার হবে। এক কার্ডে কীভাবে সব সুযোগ সুবিধা প্রদান করা যায়, তা নিয়ে আলোচনার লক্ষ্যে এবারের ফোরামের আয়োজন করা হয়েছে।’ ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট ঠেকানো গেলে দেশে নিরাপত্তা ব্যবস্থাও কার্যকরী হবে বলে উল্লেখ করেন পলক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম পর্যায়ে ৯ কোটি ৬২ লাখ লোককে স্মার্টকার্ড তুলে দেয়ার কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। তবে কবে নাগাদ সাধারণ মানুষের হাতে স্মার্টকার্ড পৌঁছাবে এ ব্যাপারে পরিষ্কার করে কিছু জানাননি আইসিটি প্রতিমন্ত্রী।
১ থেকে ২ ডিসেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে ১১তম সরকারি ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক আইডেন্টিটি ২০১৫ অনুষ্ঠিত হবে। দুইদিন ব্যাপী এ ফোরামে ১৫০ জন বিদেশি বিশেষজ্ঞ উপস্থিত থাকবে। ২৬টি বিদেশি ও ২টি দেশি প্রতিষ্ঠান ফোরামে অংশগ্রহণ করবে।
TNX BY MITHEN

Thursday, November 26, 2015

বগুড়ায় শিয়া মসজিদে নামাজে গুলি, মুয়াজ্জিন নিহত

Wednesday, November 25, 2015

বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্র ঘোষণা আইএস'র : দ্য হিন্দু
26-11-15

by bloger mithen

বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্র ঘোষণা আইএস'র : দ্য হিন্দু
বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা করল ইসলামিক স্টেট। তাদের নিজস্ব প্রোপাগান্ডা ম্যাগাজিন 'দাবিক' বাংলাদেশকে 'বেঙ্গল' উল্লেখ করে তারা জানায়, কৌশলগত কারণে বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করছে তারা।

দ্য হিন্দু পত্রিকা 'দাবিক' ম্যাগাজিনের বরতা দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে নতুন করে আক্রমণ এবং কার্যক্রম সম্প্রসারণের জন্য কাজ করছে আইএস নামক জঙ্গি সংগঠনটি। দাবিক ম্যাগাজিনে এই বিষয়ে একটি পূর্নাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানানো হয় দ্য হিন্দু'র প্রতিবেদনে।

'দাবিক' ম্যাগাজিনে 'দি রিভাইভাল অফ জিহাদ ইন বেঙ্গল' শীর্ষক এক প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে আইএস। এরই মধ্যে বেশ কিছু আক্রমণও চালানো হয়েছে। কিন্তু ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগ সরকার বিষয়টি স্বীকার করছে না। উল্টো তারা অন্য কারো ওপর বিষয়টির দায় চাপিয়ে দিচ্ছে।

বিএনপি-জামায়াত জোটকে ধর্মভ্রষ্ট জোট হিসেবে আখ্যায়িত করেছে আইএস। দাবিক ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, 'বাংলাদেশের এর আগে যেই সরকার ছিল, তারা মূলত ধর্মভ্রষ্ট একটি জোট। বিএনপি ও জামায়াত ইসলাম বোকার মত মনে করছে কয়েকজন ন্যায়নিষ্ঠ পণ্ডিত শহীদ হলে তৌহিদ, জিহাদ এবং খিলাফত প্রতিষ্ঠার পথ রুদ্ধ হয়ে যাবে।

এই প্রতিবেদনে বাংলাদেশের জামাতুল মুজাহিদিনকে কুরআন ও সুন্নাহ ভিত্তিক সত্য এক জিহাদি সংগঠন হিসেবে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, 'বেঙ্গলে খিলাফতের অধিনে থাকা কিছু যোদ্ধা ঢাকার গুলশানে চেজার তাভেল্লাকে হত্যা করে। এর কয়েকদিন বাদেই আরেকটি দল রংপুরে জাপানি এক নাগরিককে লক্ষ্য করে গুলি চালায়।'

এই হামলার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, 'ক্রুসেডে বিশ্বাসী জাতির লোকেরা যেন মুসলিম একটি দেশে অবাধে বিচরণ করতে না পারে এবং সর্বদা ভয়ে থাকে সে কারণেই পরপর এমন দু'টি আক্রমণ চালানো হয়।'

এই প্রতিবেদনে দাবি করা হয়, ইউরোপের কলোনি ভুক্ত দেশ হওয়ায় এবং হিন্দু সংস্কৃতির কারণে বাংলাদেশে 'শিরিক ও বেদাত' বেড়েছে। তাই সেখানে (বাংলাদেশে) ইসলামকে বলবৎ রাখতে আক্রমণ জারি রাখবে খিলাফাতের যোদ্ধারা। দ্য হিন্দু।
by mithen
বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বন্ধ রাখা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে সরকারের কাছে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। বাংলাদেশে বর্তমানে ফেসবুক, ভাইবার ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় সোশ্যাল যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রাখা হয়েছে।
legal notice for opening social media in bangladesh
অ্যাডভোকেট কুমার দেবুল দে ডাক ও টেলিযোগাযোগ সচিবকে উদ্দেশ্য করে নোটিশটি পাঠিয়েছেন। এতে তিনি বলেছেন, যদি ২৪ ঘণ্টার মধ্যে মিডিয়াগুলো খোলা না হয়, তবে কর্তৃপক্ষ আইনি জটিলতায় পড়বেন। উল্লেখ্য, ফেসবুকসহ তিনটি প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম গত ১৮ নভেম্বর বন্ধ করে দেয়া হয়।
দেবুল কুমার দে সংবাদ মাধ্যমকে বলেন, ‘ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ভাইবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন বন্ধ করে দিয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও মোবাইল অপারেটরদের মাধ্যমে এটা তারা করেছে।’
তিনি যোগ করেন, ‘এ কারণেই ফেসবুকসহ তিনটি মাধ্যম ১৮ নভেম্বর থেকে বন্ধ আছে।’
এই আইনজীবী সরকারের সিদ্ধান্তটিকে ‘খামখেয়ালি’ বলে উল্লেখ করেন। তিনি জানান, সরকারের এই সিদ্ধান্ত সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। একই সাথে তা সংবিধানের ৩৯ ধারার তথ্য অধিকার আইন, ২০০৯ এর পরিপন্থী।
নোটিশে দেবুল দে বলেন যে, এ ধরনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি বাধা।
ফেসবুকসহ উল্লেখিত মাধ্যমগুলো বন্ধ করার পর মোবাইল অপারেটরদের ইন্টারনেট ব্যবহার শতকারা ২২ ভাগ কমে গেছে। ঢাকা ভিত্তিক ইংরেজি পত্রিকা দ্যা ডেইলি স্টার এ বিষয়ে তিনটি বড় মোবাইল অপারেটরের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে।
 tnx by bloger mithen