Sunday, December 20, 2015


published by bloger mithen

প্রথম দিনে বিদেশে ‘দিলওয়ালে’র ৩.৪ মিলিয়ন ডলার

প্রথম দিনে বিদেশে ‘দিলওয়ালে’র ৩.৪ মিলিয়ন ডলার
বিনোদন ডেস্ক : বাণিজ্যিক সাফল্যের দিকথেকে শুধু ভারতবর্ষেই নয়, শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে’ সাড়া ফেলেছে সাড়া পৃথিবী জুড়ে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট-এর পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম দিনেই আন্তর্জাতিক ব্যাবসার নিরিখে ‘দিলওয়ালে’ আয় করেছে ৩.৪ মিলিয়ন ডলার। ‘দিলওয়ালে’ সাড়া ফেলেছে সংযুক্ত আরব-আমিরাতের দেশগুলিতে। দুবাইতে স্টার ওয়ার্সও দেখানো হচ্ছে প্রেক্ষাগৃহগুলিতে। পাল্লা দিচ্ছে শাহরুখের ‘দিলওয়ালে’ও। ‘রেড চিলিজ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে ‘দিলওয়ালে’ দেখতে মানুষের ভিড় উপচে পড়ছে। উইকএন্ডে হাউসফুল সবকটি প্রেক্ষাগৃহ। একই অবস্থা ইউরোপ এবং আমেরিকাতেও। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে বক্স অফিসের তালিকায় সামনের সারিতে শাহরুখ-কাজলের দিলওয়ালে। ট্রেড অ্যানালিস্টদের ধারনা ‘দিলওয়ালে’-র বাণিজ্যিক সাফল্য ছাপিয়ে যাবে শাহরুখের অন্য সব ছবিগুলিকে। ইতিমধ্যেই ছবিটি সর্বকালের বাণিজ্যিক সাফল্যের নিরিখে বক্স অফিসে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে। 

Saturday, December 12, 2015

published by bloger mithen

কুমিল্লার ভাগ্য ভালো: সাকিব

Thursday, December 3, 2015

ANGLADESH PREMIER LEAGE news

Dec. 3, 2015

দিলশানের কলঙ্কের ম্যাচে কুমিল্লার জয়

published by bloger mithen 
৩ ডিসেম্বর, ২০১৫
 


দিলশানের কলঙ্কের ম্যাচে কুমিল্লার জয়
  published by     minhazul abedin mithen
 
চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচটি হলো রোমাঞ্চকর। শেষ ওভারে হলো মিমাংশা। চাপ জয় করে ২ বল হাতে রেখে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫ উইকেটে হারালো চিটাগাং ভাইকিংসকে। ৫ উইকেটে ১৩৬ রান করেছিল চিটাগাং। ৫ উইকেট হারিয়ে শেষ ওভারে তা জয় করলো কুমিল্লা। শোয়েব মালিক খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস। কিন্তু এই ম্যাচে সবচেয়ে আলোচিত হয়ে থাকলো চিটাগাংয়ের তিলকারত্নে দিলশানের অখোলোয়াড়সুলভ আচরণ। যার জন্য ৫ রান জরিমানা হয় তার দলের।
ঢাকায়ও চিটাগাংকে হারিয়েছিল কুমিল্লা। হারালো আবার। ৭ ম্যাচের ৫টি জিতে কুমিল্লার পয়েন্ট ১০। বরিশাল বুলসেরও ১০। তবে নেট রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে কুমিল্লা। আর ৮ ম্যাচে ষষ্ঠ হারে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে পড়লো চিটাগাং।  
দ্বিতীয় ওভারে মাঠে সৃষ্টি হয় বিতর্ক। তাসকিন আহমেদের এই ওভারের প্রথম বলে লিটন দাশ (৩) ক্যাচ দিয়ে ফিরেছেন। কিন্তু পঞ্চম বলে ইমরুল কভারের দিকে বল ঠেললেন। রান নিতে চাইলেন। শেহজাদ ফিরিয়ে দিলেন। ফিল্ডারের ছোড়া বল অন্য প্রান্তে গেলো। স্টাম্পের কাছে দাঁড়িয়ে ছিলেন তিলকারত্নে দিলশান। বল আবার ফিরে আসতে দেখে কোনাকুনি হয়ে গেলেন। তখন আবার শেহজাদকে রানের জন্য ছুটতে দেখে ইমরুল ঘুরে দৌড়াতে গেলেন। দিলশানের সঙ্গে ধাক্কা লাগলো। পড়ে গেলেন ইমরুল। শেহজাদ পৌঁছে গেছেন দুই ব্যাটসম্যান একই প্রান্তে। ইমরুল পড়ে আছেন। বল স্ট্রাইকিং এন্ডে গেল। স্টাম্প ভাঙ্গা হলো। চিটাগাংয়ের উল্লাস। ইমরুল প্রতিবাদ করলেন। থার্ড আম্পায়ারের কাছে গেল সিদ্ধান্ত। প্রায় ৫ মিনিট রিপ্লে দেখা হলো। তারপর ইচ্ছে করে ব্যাটসম্যানকে বাধা দেয়ার কারণে চিটাগাংয়ের ৫ রান জরিমানা হলো। দোষী হলেন দিলশান। আউট হলেন না কেউ।
এরপর ইমরুলের ব্যাটে বেশ ঝলক দেখা গেলো। শেহজাদকে এক প্রান্তে রেখে তিনিই রান করে গেলেন। ৫২ রান আসলো দ্বিতীয় উইকেটে। ২৮ বলে ৫ বাউন্ডারিতে ৩৫ রান করে বিদায় নিলেন ইমরুল। তাকে আউট করে দিলশানের উল্লাসটা ছিল দেখার মতো।  
শেহজাদের ৪১ বলে করা ৩৭ রান কাজে দিলো বটে, কিন্তু তার খেলা চোখের চাপ বাড়াচ্ছিল। ১৪তম ওভারে তাসকিনকে তিনটি বাউন্ডারি মারলেন। ওই ওভারে নিলেন ১৫ রান। এছাড়া তার ব্যাটিং সাবলীল ছিল না। স্বদেশী শোয়েব মালিকের সাথে ৩৯ রানের জুটি গড়ে আরেক দেশি বিলাওয়াল ভাটির বলে আউট হয়েছেন শেহজাদ। এরপর ১৭তম ওভারে মোহাম্মদ আমির আউট করেছেন দুই ব্যাটসম্যানকে। নাটক জমে ওঠে।
শেষ ১৮ বলে ২৪ রান দরকার কুমিল্লার। ১২ বলে দরকার ১৬। শোয়েব ও অলক কাপালি ব্যবধানটা কমিয়ে আনেন। শেষ ওভারে জিততে কুমিল্লার দরকার ৭ রান। প্রথম বলে বিলাওয়ালের নো, সাথে এক রান। চাপ ঝেড়ে ফেলে কুমিল্লা। শেষ বলে ১ লাগে। শোয়েব ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন। তিনি ২৩ বলে ৩৪ ও কাপালি ১০ রানের অপরাজিত থাকেন। শোয়েবই ম্যান অব দ্য ম্যাচ।
এর আগে টসে হেরে ব্যাট করা চিটাগাংকে খুব বড় রান করতে দেননি কুমিল্লার বোলাররা। ওপেনিং জুটিতে ৫১ রান আসে। তামিম ইকবাল ২৭ রান করে বিদায় নেন। এরপর ৩৯ রান আসে দিলশানের ব্যাট থেকে। তবে তাদের ইনিংসের সর্বোচ্চ রান এসেছে উমর আকমলের ব্যাট থেকে। পাকিস্তানী এই ব্যাটসম্যান ৩৪ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৯ রান করে অপরাজিত থাকেন। 
ভারতীয় ক্রিকেটের ইতিহাসের যদি কোনো বই-রূপ দেয়া হয়, তবে তাতে 'বিরেন্দর শেহওয়াগ' নামে একটি অধ্যায় না থেকে পারেই না। সেই অধ্যায়টা শেষ হয়ে গেলো আজ। ১৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বেশ কিছুদিন আগে বিদায় ঘোষণা করেছিলেন শেহওয়াগ। বোর্ডের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিকতা তবুও বাকি ছিলো। সেই বাকিটুকুও শেষ হয়ে গেলো আজ।
sehwag finally retires from cricket
ভারত- দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ টেস্ট শুরুর দিন দিল্লিতে ভারতীয় বোর্ডের পক্ষ বিদায়ী সম্মাননা দেয়া হয়েছে শেহওয়াগকে।
কিছু দিন ধরেই গুঞ্জন চলছিলো- শেহওয়াগ কি এভাবেই নীরবে-নিভৃতে হারিয়ে যাবেন? এ নিয়ে ভক্তদের মধ্যে চাপা বিরহও ভর করেছিলো। সেই বিরহের বিষাদি বাতাস নিশ্চয় হাওয়া দিয়েছিলো বিসিসিআইয়েও। এ কারণেই হয়তো শেষ আনুষ্ঠানিকতাটা গুরুত্ব দিয়েই সারলো তারা।
সেই গুরুত্বটা অবশ্য খুব বেশি নয়; বোর্ডের পক্ষ থেকে সচিব অনুরাগ ঠাকুর শেহওয়াগের হাতে তুলে দিয়েছে ছোট একটা ট্রফি। সঙ্গে তাকে সুযোগ দেয়া হয়েছে বিদায়ী ভাষণ দেয়ার ছোট একটা উপলক্ষ্য। সেটাই বা কম কী!
বিদায়ী ভাষণে নিজের তিন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় ও অনিল কুম্বলেকে ধন্যবাদ জানিয়েছেন শেহওয়াগ। তাদের দেয়া পরামর্শ অনুসরণ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। তবে ছয় বছর যার অধিনায়কত্বে খেলেছেন, যার অধিনায়কত্ব জিতেছেন ২০১১ সালের বিশ্বকাপ; সেই ধোনিকে একবারের জন্যও স্মরণ করেননি শেহওয়াগ। চেপে রাখটা ক্ষোভটা চুপচাপ প্রকাশ করে দিয়েছেন 'বীরু'।
বিরেন্দর শেহওয়াগের আন্তর্জাতিক ক্যারিয়ার
ফরম্যাটম্যাচরানসর্বোচ্চসেঞ্চুরিহাফ সেঞ্চুরি
টেস্ট১০৪৮৫৮৬৩১৯২৩৩২
ওয়ানডে২৫১৮২৭৩২১৯১৫৩৮
টি-টোয়েন্টি১৯৩৯৪৬৮